শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

নড়িয়ায় ট্রলির চাপায় শিশু নিহত

শরীয়তপুর সংবাদদাতা : নড়িয়ায় ট্রলির চাপায় মিথিলা হাওলাদার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা বিচার দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শনিবার সকালে মায়ের সাথে স্কুলে যাওয়ার সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নের বাড়ৈই পাড়া গ্রামের মিথিলার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রলির চালককে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। নড়িয়া থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ৈই পাড়া গ্রামের প্রবাসী মোবারক হাওলাদারের মেয়ে মিথিলা হাওলাদার (৪) স্থানীয় একটি গণশিক্ষা কেন্দ্রের শিশু শ্রেণিতে পড়ে। আজ সকাল ৮ টার দিকে বাড়ির সামনের রাস্তায় শিশু মিথিলা ও তার মা লিপি বেগম স্কুলে যাওয়ায় পথে হঠাৎ করে গাড়িটি আসে। এ সময় মিথিলা তার মায়ের পিছনে থাকায় মিথিলা তার মায়ের কাছে যেতে চাইলে শিশুটি ট্রলির সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন মিথিলাকে উদ্ধার করে ঘরিষার আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয়দের দাবী ট্রলিটি উল্টো সাইড দিয়ে এবং নিয়ন্ত্রণ না করেই চালিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং ট্রলির চালককে আটক করা হয়েছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ